যশোরের অভয়নগর থানাধীন বেজেরডাঙায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ব্রেক ভ্যান (স্প্রিং) ভেঙে গেছে। বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস যশোরের বেজেরডাঙা এলাকায় পৌঁছালে একটি বগির ব্রেক ভ্যান (স্প্রিং) ভেঙে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে কতক্ষণ বাদে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, ট্রেনটি পুরাতন হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
বেজেরডাঙ্গা রেলস্টেশনের সহকারী মাস্টার মোঃ মঈন বলেন, সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়ায় খুলনাগামী রূপসা, বেতনা, মহানন্দা এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমান করে রাখা হয়েছে। ইতোমধ্যে বিকল হওয়া বগির মেরামতের কাজ শুরু হয়েছে। রাত আনুমানিক ৯টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
খুলনা গেজেট/এমএম/এনএম