খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

খুলনার ব্যক্তিমালিকানাধীন জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি

ফুলবাড়িগেট প্রতিনিধি

খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধিন মহসেন জুট মিলসসহ বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ১৪ ফেব্রুয়ারি রোববার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনে ১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। বেলা ২ টার সময় মিছিল সহকারে শ্রমিকরা খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের নিকটও স্মারকলিপি প্রদান করে শ্রম কার্যালয়ের সামনে অবস্থান নেয় ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি শেখ আমজাদ হোসেন ,সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, ওয়াহিদ মুরাদ, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , নিজামউদ্দিন, বাবুল আক্তার, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , ডাঃ ফরিদ হোসেন, শেখ ইলাহী, আমির মুন্সি প্রমুখ ।

নেতৃবৃন্দরা বলেন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষে অতিদ্রুত শ্রমিকদের ৬ দফা দাবী মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার লক্ষে স্মারকলিপি প্রদান করেছি । এছাড়া আগামি ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ২ ঘন্টা রাজপথ – রেলপথ অবরোধ কর্মসুচি পালন করা হবে । এরইমধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা না হলে লাগাতার রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচী পালন করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!