খুলনা, বাংলাদেশ | ২২ কার্তিক, ১৪৩১ | ৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  এক এগারোর সময় ২৭তম বিসিএসের ১১৩৭ জনকে বাদ দেয়ার মামলা ফের শুনবেন আপিল বিভাগ
  সাতক্ষীরার বিনেরপোতায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩
  সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক হলেন রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আহত দু’ যুবক হলেন খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার জনৈক হুমায়ুন কবিরের ছেলে মো: সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার জনৈক মো: হান্নান শেখের ছেলে মো: ইয়াছিন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল আলম।

তিনি খুলনা গেজেটকে বলেন, রাত আড়াইটার দিকে ৪ মোটরসাইকেল নিয়ে নিহত যুবকসহ আরও কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪ নং কাশেম সড়ক কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময়ে তাদের নিজেদের মধ্যে কলহবিবাদ বাদে। সহপার্টি তাকে তাক করে বুকে পরপর ২টি গুলি করে। তার সাথে থাকা ইয়াছিন ও সজিবকে চা পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ হত্যাকান্ড নিজেদের মধ্যে এবং মাদক করাবারি নিয়ে ঘটেছে বলে তিনি মনে করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১ টি মামলা রয়েছে। তার মধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য। নিহতের লাশ মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!