খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

খুলনায় আল-কুদস দিবস পালিত

গেজেট ডেস্ক

আল কুদস দিবস হিসেবে রমজানের শেষ শুক্রবার পালন করে আসছে মুসলিমরা। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। ১৯৬৭ সাল থেকে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে আছে। বিশ্বজুড়ে দিনটি এমন এক সময় পালিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার ( ০৫এপ্রিল) আহলুল বাইত ফাউন্ডেশন খুলনার উদ্যোগে নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাদ জু’মা বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রণ করেন। ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিল নির্ধারিত স্থানে পৌঁছে মানববন্ধনে রূপ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওজায়ে ইলমিয়া সাহেবুজ্জামান (আ.) এর অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ আলী রেজা যায়দী, হুজ্জাতুল ইসলাম মোঃ শহিদুল হক, বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অনুবাদ ও গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. এম এ কাইয়ুম, আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল প্রমুখ।

সমাপনী বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে বলেন যে, আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নির্যাতিত ফিলিস্তিন মুসলিম ভাই-বোনদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশের উদেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী’র নির্দেশে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আল্-কুদস দিবস পালিত হয়ে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই ইসরাইলের নাগপাশ থেকে ফিলিস্তিনী ভূখন্ড মুক্তি পাবে।

খুলনা গেজেটে/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!