খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

খুলনা সিটি নির্বাচনে জেলা আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

 নিজস্ব প্রতিবেদক

আগামী ১২জুন কেসিসি নির্বাচনকে সামনের রেখে খুলনা  মহানগরীতে বসবাসরত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এক নির্বাচনী প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি  তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে জনসংযোগ ও প্রচার প্রচারণা করার জন্য নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও বলেন নির্বাচন পূর্ববর্তী সময়ে সকলে একযোগে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে সকল ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে ভোটারের  দ্বারে দ্বারে যেতে হবে।

সোমবার (০৮ মে) রাতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: এম এম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ খান জবার পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বক্তৃতা করেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে  এড রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম,মোস্তফা কামাল খোকন, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন,যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে কামরুজ্জামান জামাল,এ্যাড: ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, এস এম,খালীদিন রশীদী সুকর্ন,আঈন সম্পাদক এ্যাড: নব কুমার চক্রবর্তী,পরিবেশ সম্পাদক এ্যাড: শাহ আলম, যুব ও ক্রিড়া সম্পাদক কাজী শামীম আহসান, মহিলা সম্পাদক হালিমা ইসলাম  সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রকিবুল ইসলাম লাবু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্লা, উপ-প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, সদস্য যথাক্রমে   অসিত বরন বিশ্বাস, শিউলি সরোয়ার, জামিল খান,আসগর বিশ্বাস তারা, যুবলীগ নেতা সর্দার জাকির হোসেন,এবিএম কামরুল ইসলাম,ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়,বাধন হালদার,পশাশ রায় প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি  খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদকে আহ্বায়ক, বীরমুক্তিযোদ্ধা এড. এম এম  মুজিবর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীকে সদস্য সচিব এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।  এছাড়াও জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদককেও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।- খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!