খুলনায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিন খুমেকের পিসিআর ল্যাবে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেলের করোনা ইউনিট সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯ টার দিকে খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুপ্রিয়া সাহা (৫৫) নামের এক রোগির মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সদরের বারাজি এলাকার অনন্ত সাহার স্ত্রী। ১৭ এপ্রিল করোনা তিনি খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তার মৃত্যু হয়।
এর আগে, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে এখানেই চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা (৬৫) নামের আরেক রোগির মৃত্যু হয়। তিনি খুলনার পাইকগাছা উপজেলার হরিপুর এলাকার আবু তাহের সরদারের ছেলে। সকালে তিনি খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। এ নিয়ে খুমেকের করোনা ইউনিটে ২০৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে রবিবার রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুমেকের পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬১ জন রয়েছে। এছাড়া বাগেরহাটের ৩ জন, যশোর একজন,নড়াইলের একজন, বরিশালের একজন ও ঢাকা জেলার একজন রয়েছে।