স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ, “সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে (স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম) SEIP আয়োজিত বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে র্যালিটি বের হয়ে খুলনা সরকারি টিচার ট্রেনিং কলেজ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ একেএম মনিরুল ইসলামসহ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। র্যালী শেষে প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের দুইজন প্রশিক্ষককে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
এ দিকে দিবসটি পালন উপলক্ষে একই দিন বেলা ১১ টায় দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যারি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ, ইন্সট্রাকটর মোঃআনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। SEIP প্রকল্পের আত্মিক অর্থায়নে দিবসটি উদযাপিত হয়।
খুলনা গেজেট/ বিএম শহিদ