খুলনা মহানগর বিএনপি ৪ থানার সম্মেলন স্থগিত করা হয়েছে। শনিবার (৬ মে) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা ও সদস্য এড. নুরুল হাসান রুবা স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য এড. মোল্লা মাসুম রশিদকে গ্রেফতার পুর্বক কারাগারে প্রেরণ ও পুর্নাঙ্গ ভোটার তালিকা তৈরী না হওয়ার কারণে আগামী ৮, ৯, ১০ ও ১১ তারিখ পুর্বঘোষিত খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলন/ কর্মীসভার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
গত ২ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে চিঠি লেখেন নজরুল ইসলাম মঞ্জু অনুসারীরা। চিঠিতে দলের একটি বড় অংশকে বাদ দিয়ে সম্মেলনের আয়োজন দলের অবস্থান আরও দুর্বল এবং বিভেদ বাড়বে বলে উল্লেখ করেন। তারা সম্মেলন বন্ধ করার দাবি জানান। পাশাপাশি তারা পাল্টা সম্মেলন করারও প্রস্তুতি নিয়ে রাখেন। তবে সংঘাতের আগেই সম্মেলনের স্থগিতের ঘোষণা আসলো।
খুলনা গেজেট/এমএম