খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৭
  হজ নিবন্ধনের সময় বাড়ল

খুলনা জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার দুর্নীতি বন্ধের দাবি মহিলা দলের

নিজস্ব প্রতিবেদক 

খুলনা জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বেহাল অবস্থা নিরসনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খুলনা মহানগর মহিলা দল ও সচেতন নারী সমাজ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া মহিলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিন নির্বাচিত কমিটি নেই। অ্যাডহকভিত্তিতে গুরুত্বপূর্ণ এ কমিটি শুধু রুটিন ওয়ার্ক পরিচালনা করেছে। বিগত সময়ের কমিটিগুলোর অনিয়ম- দুর্নীতির কোনো তদন্ত হয়নি, বরং তারা বহাল তবিয়তে আধিপত্য বিস্তার করে আছে, যা দেখে হতাশ হয়ে পড়েছেন আমাদের নতুন প্রজন্মের নারী ক্রীড়াবিদরা।

স্মারকলিপিতে আরও বলা হয়, খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স শুধু নামেই আছে। কমপ্লেক্স ভবন থাকলেও জিমনেশিয়ামে ব্যায়ামের যন্ত্রপাতি নেই। সুইমিংপুলটি মানসম্মত হয়নি। বর্ষা মৌসুমে জঙ্গলে রূপ নেয় ক্রীড়া সংস্থার মাঠ। এই কমপ্লেক্সটি নির্মাণে ১৯ কোটি টাকা আওয়ামী লীগের লোকেরা ভাগবাটোয়ারা করে নিয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী কবল থেকে দেশ মুক্ত হলেও খুলনার নারী ক্রীড়াঙ্গন ফ্যাসিবাদ দোসর মুক্ত হয়নি। নারী ক্রীড়াবিদদের এই দীর্ঘদিনের বৈষম্য, ক্রীড়াক্ষেত্রে ঘটে যাওয়া অনিয়ম-দুর্নীতির তদন্ত ও দোষীদের শাস্তি এখন সময়ের দাবি।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক নারীনেত্রী বেগম রেহানা ঈসা, মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা, সিনিয়র সহ-সভাপতি আনজিরা খাতুন, হালিমা আক্তার খানম, নিঘাত সীমা, সালমা বেগম, মরিয়াম খাতুন মুন্নি, মলি চেীধুরী, রেশমি সুলতানা, কামরুন্নাহার হেনা, মদিনা হাওলাদার, কাওছারী জাহান মঞ্জু প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!