খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম সুন্দরবন টাইগার্স, দ্বিতীয় জয় মা কালী ও তৃতীয় মোবাইল দল
  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
  গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩
ক্যাম্পাসে আইনগত সহায়তা মেলা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের এগিয়ে আসতে হবে : খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি

১৬ দিনব্যাপী লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার (১ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে আইনগত সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর নেতৃত্ব ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্ত্তীসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের অতিথিবৃন্দ শহিদ মিনারের সম্মুখস্থ মাঠে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন।

এদিকে মেলা উপলক্ষ্যে বিকাল ৫টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, আমাদের সমাজে লিঙ্গভিত্তিক সহিংসতার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হন নারীরা। মূলত পরিবার থেকেই নারীরা প্রথম বৈষ্যমের শিকার হন। বিশেষ করে পৈতৃক সম্পত্তিতে নারীদের বঞ্চিত করা এবং সাংসারিক জীবনে নারীদের উপর অত্যাচার ও নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। এজন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবার আগে পুরুষদের এগিয়ে আসতে হবে। নারীকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় ও দামি পেশা হচ্ছে আইন। একজন আইনজীবী নিজ পেশার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবায় সমানভাবে অবদান রাখতে পারেন। আমাদের সমাজে অনেক আইনজীবী আছেন, যারা মানবতার জন্য অসহায়, দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেন। মহৎ কাজের মাধ্যমে তারা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকেন।

আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষাজীবন ও পেশাগত জীবন সম্পূর্ণ ভিন্ন। এর সাথে সমন্বয় প্রয়োজন। আজকের শিক্ষার্থীরা যদি ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে সমাজ থেকে অন্যায়-অবিচার ও অসঙ্গতি দূর করতে অসহায় মানুষদের আইনি সহায়তা দিতে পারে তাহলে এ ধরনের মেলা আয়োজন স্বার্থক হবে। তিনি এ ধরনের একটি সচেতনতামূলক মেলা আয়োজনের জন্য আইন ডিসিপ্লিন এবং সার্বিক সহযোগিতার জন্য ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। মুখ্য আলোচক হিসেবে আইনপেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্ত্তী। স্বাগত বক্তৃতা করেন ইউএসএআইডি’র টেকনিক্যাল ডিরেক্টর ওয়াহিদা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী সজল আহমেদ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ফয়সাল আল মামুন ও খুলনার জেলা লিগ্যাল এইড অফিস অফিসার ফারাহ দিবা ছন্দা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/ টিএ/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!