খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

খালিশপুর থানা বিএনপি’র সম্মেলনে এড বাবু সভাপতি, হাবিব বিশ্বাস সাধারণ সম্পাদক

গেজেট ডেস্ক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই-আগস্টে গণঅভ্যূত্থানে শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন। কিন্তু দিল্লি তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকা ছিঁড়েছে তারা। নিজ বাড়িতে মেহমানকে আক্রমণ করাকে কাপুরুষতা বলে।

শুক্রবার (২০ ডিসেম্বর) মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করা লক্ষ্য সকাল সাড়ে ১০টায় খালিশপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলছেন না উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে উপদেষ্টার প্রেস সচিব বক্তব্য সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টা বলেছেন, ২৫ সালের শেষে অথবা ২৬-এর শুরুতে নির্বাচন হবে। আর প্রেস সচিব বলেছেন, ২৬-এর জুনে নির্বাচন হতে পারে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রীক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে।

সম্মেলনের উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বিশেষ বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিশ্বাস।

সম্মেলনের দ্বিতীয় পর্বে খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের ৬৩৯জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি পদে এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক পদে বিপ্লবুর রহমান কুদ্দুসকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা ঘোষনা করেন।

উল্লেখ খালিশপুর থানা বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে মহানগরীর ৫টি থানার সম্মেলন শেষ করলেন বিএনপি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!