আজ শনিবার (১৯ ডিসেম্বর) থেকে সোনাডাঙ্গা ও খালিশপুর থানার নতুন ভোটারদের জাতীয় পরিচপত্র বিতরণ করা হবে। থানা নির্বাচন অফিস খুলনা কার্যালয় এ বিষয়ে সূচি প্রস্তুত করেছে। এ বিতরণ কার্যক্রম চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।
সোনাডাঙ্গা ও খালিশপুর থানা নির্বাচন কর্মকর্তা সৌমেন ছন্দ জানান, খুলনা সিটি কর্পোরেশনের সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকার ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধিত ভোটারদের (জন্মতারিখ ০১-০১-২০০২ পর্যন্ত) স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে।
২০১৯ সালের হালনাগাদে নিবন্ধিত ভোটাররা (জন্মতারিখ ০১-০১-২০০২ পর্যন্ত) সংশ্লিষ্ট কাউন্সিলর অফিস হতে নির্ধারিত তারিখে তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য সংস্লিষ্ট ভোটারকে সশরীরে উপস্থিত হতে হবে এবং নিবন্ধন স্লিপ (ফরম-৫) জমা দিতে হবে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সবাইকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের অনুরোধ করা করেছেন তিনি। একই সাথে মাস্ক পরিধান ব্যতীত কাউকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে না বলে জানিয়েছেন এই নির্বাচন কর্মকর্তা।
তার দেওয়া তথ্যমতে, খালিশপুরের ৭ থেকে ১৫ নং পর্যন্ত নয়টি ওয়ার্ডে শনিবার (১৯ ডিসেম্বর) থেকে শুক্রবার ব্যতিত একটানা ২৮ ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র ওয়ার্ড কার্যালয় থেকে বিতরণ করা হবে। স্মার্ট কার্ড প্রার্থীদের উপস্থিত হয়ে কার্ড সংগ্রহের জন্য আহবান করা হয়েছে।
আর, সোনাডাঙ্গা থানা এলাকার সাতটি ওয়ার্ড (১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫ ও ২৬) আগামী ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
সূচি অনুযায়ী আজ শনিবার ৫ নং ওয়ার্ডের ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
একনজরে দেখুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সূচি
খুলনা গেজেট /এমএম