খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

খালিশপু থানা বিএনপির আহবায়ক জাহিদুল, সদস্য সচিব হাবিবুর

নিজস্ব প্রতিবেদক

খালিশপু থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিশ্বাস নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা।

খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের ২৭৯ জন কাউন্সিলরের মধ্যে ২৬৫জন কাউন্সিলর ভোট প্রয়োগ করেন। দুটি ভোট বাতিল করে নির্বাচন পরিচালনা কমিটি। ২৬৩ ভোটের মধ্যে ৭৭ ভোট পেয়ে হাবীবুর রহমান বিশ্বাস সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি শাহিনুল ইসলাম পাখি পেয়েছেন ৭৫ ভোট। একই পদে মো. ফারুক হিল্টন পেয়েছেন ৭৪ ভোট, বিপ্লবুর রহমান কুদ্দুস পেয়েছেন ১৯ ভোট ও মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট।

আর আহবায়ক পদে অন্যকোন প্রার্থী না থাকায় শেখ জাহিদুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এড. নুরুল হাসান রুবা, এড. তৌহিদুর রহমান তুষার, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, জাকির ইকবাল বাপ্পি, এড. হেনা, মো. মারুফ আহমেদ।

খালিশপুর থানা বিএনপির কর্মী সভা ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সাথে আছে। আর সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।

তিনি বলেন, বুধবার (১২ জুলাই) সরকার বিরোধী আন্দোলনে নতুন ডাক দেয়া হবে। এ ডাকের মাধ্যমে সমস্ত জাতিকে একসাথে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নেয়া হবে। আর ঘরে বসে থাকার সময় নেই একদফা ডাকে সাড়া দিয়ে খুলনাবাসিকে সাথে নিয়ে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজাতে হবে।

সভায় প্রধান বক্তার ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারু ও একরামুল হক হেলালের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন শেখ জাহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, হাবীবুর রহমান বিশ্বাস, মো. ফারুক হিল্টন প্রমূখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!