খুলনার কয়রা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ সদস্য প্রার্থী বিল্লাল হোসেন। বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোবরা-ঘাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে তার নির্বাচনী এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম শেখ নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যোগ সাজসে কারচুপির মাধ্যমে ৪শ’ ভোট তার পক্ষে নেয়। এর আগে তার এজেন্টদের কাছ থেকে ফলাফল সীটে স্বাক্ষর করিয়ে নেয়।
তিনি আরও জানান, ওই কেন্দ্রে নির্ধারিত সময়ে মোট ভোট পোল হয় ২ হাজার ২৩২। কিন্তু ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় ২ হাজার ৬৩২ ভোট। সেখানে পরবর্তিতে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে বিজয়ী করতে ৪শ’ ভোট কারচুপির মাধ্যমে পক্ষে নেওয়া হয়েছে বলে অভিযোগ। যা ব্যালটের মুড়ি বইয়ের সঙ্গে অমিল রয়েছে। এ বিষয়ে আদালতে মামলার প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম