বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ঘাটাখালীর নদী ভাঙ্গনের ফলে বন্যায় প্লাবিত হয় কয়রার অধিকাংশ গ্রাম। ঘাটাখালীর নদী ভাঙ্গনের হাত থেকে কয়রাকে রক্ষা করতে কয়েকদিন আগেই শুরু হয় সরকারি বাজেটে টেকসই বেড়িবাঁধ তৈরির কাজ। এ নির্মাণ কাজের প্রায় ৩ লক্ষাধিক টাকার জিও ব্যাগ স্থানীয় মোল্লা রোকনের বাড়ি থেকে রবিবার উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা যায়, বেড়িবাঁধ নির্মাণে দায়িত্বধীন ঠিকাদারের ছেলে বায়জিদ ও স্থানীয় লোকজনসহ ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শেখ আঃ রাজ্জাকের উপস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৪ টার সময় মোল্লা রোকনের বাড়িতে তল্লাশি করে ৫৬৫ টি জিও ব্যাগ ও ১টি টিউব উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা।
৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শেখ আঃ রাজ্জাক জানান, অভিযুক্ত রোকন বর্তমানে পলাতক। গ্রামের সাধারণ মানুষের ধারণা, শুধু রোকন নয় এমন ঘৃণিত কাজের সাথে জড়িত থাকতে পারে আরও কিছু রাঘব বোয়ালরা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানান এলাকাবাসী।
বেড়িবাঁধ নির্মাণে দায়িত্বধীন ঠিকাদার বারিক শেখের ছেলে বায়জিদ জানান, চুরি হওয়া মালামাল স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। শীঘ্রই আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ দেয়া হবে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এনএম