খুলনার কয়রায় বাসের ধাক্কায় রিয়া খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের গাজীর মোড়ের সন্নিকটে আজ রবিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে। সে ঐ এলাকার রেজাউল ইসলামের মেয়ে এবং জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেয়াড়া বাজারে একটি কোচিং সেন্টার থেকে পড়ে বাড়ি ফেরার পথিমধ্যে হারুন গাজীর মোড়ে পৌঁছালে পাইকগাছা থেকে কয়রা অভিমুখী ছেড়ে আসা শুভ পরিবহনের সাথে রিয়া নামের ঐ ছাত্রীর সাথে ধাক্কা লাগে। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়।