খুলনার কয়রায় জায়গা জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে নারীসহ ৪ জনকে আহত করেছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
রবিবার ১৪ আগস্ট রাত সাড়ে ১০টায় উপজেলার বাগালি ইউনিয়নের সরদার বাড়ি মোড় সংলগ্ন বামিয়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, বামিয়া গ্রামের বাসার সরদার (৩৫), মনি সরদার (২৮), ওমর সরদার ও রেশমা বেগম। তবে বাসার সরদারের অবস্থা আশংঙ্কাজনক। তার পেটের নাড়ি বাইরে বেরিয়ে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, সকালে শুনেছি জখম করার কথা। তবে কি নিয়ে এ ঘটনা ঘটেছে আমার জানা নেই।
কয়রা থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম আলী ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ টি আই