মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে খুলনার কয়রা উপজেলায় ৩য় পর্যায়ে ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন খুলনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল।
শনিবার (৯ এপ্রিল) খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের দীঘির পাড়ে প্রকল্পের ১০টি নির্মাণাধীন ঘরের কাজ তদারকি করেন তিনি। একই সঙ্গে সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মণ্ডল বলেন, মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প গরিব মানুষের মুখে হাসি এনে দিয়েছে। গৃহহীনদের জন্য নেয়া এই প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। প্রকল্পটি গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থানই নয়, খাবার পানি ও স্যানিটেশন সুবিধাও দিয়েছে, যা আমাদের দেশের এসডিজির লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করছে। এসব মানুষের জন্য কিছু করার সুযোগ পাওয়া যে কোনো সরকারি কর্মকর্তার জীবনে শ্রেষ্ঠ কাজ। ভূমিহীনদের এসব রঙিন ঘরে এসব মানুষের জীবনই পরিবর্তন হচ্ছে না, তার বংশধরও পরিবর্তন হচ্ছে।
নির্মাণকাজের গুণগতমানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে্য বলেন, ঘর নির্মাণে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না।
খুলনা গেজেট/ টি আই