করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে খুলনার কয়রা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
তিনি বলেন, উন্নয়নের গতিধারায় কৃষি, শিল্প- কারখানা, অবকাঠামোগত নির্মাণ, অফিস-আদালতসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মক্ষমতায় নারী অগ্রণী ভূমিকা রাখেছে।
সাংবাদিক শেখ মনিরুজ্জাম মনুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, কয়রা ইউনিয়নের চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক খয়রুল আলম, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মনতোষ কুমার মধু,কে এম এস এসের ম্যানেজার বজলুর রহমান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।