যশোর ক্যান্টনমেন্ট রেলস্টেশনের ফ্লাটফর্মের আন্ডারগ্রাউন্ডে স্থাপন করা অত্যাধুনিক ক্যাবল চুরি হয়েছে। এরমধ্যে ৩৫ ফুট আর এম এন ওয়াই ক্যাবল চুরির অভিযোগে রেলওয়ের কর্মচারি (এফএবি গ্রেড-২) মমিন মিয়াকে আটক করে জিআরপিতে সোপর্দ করা হয়েছে। মমিন মিয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খর্দ্দোখামার গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
আরএনবির নায়েক সুশংকর কুমার ঘোষ বলেছেন, ১ ও ২ নম্বর প্লাটফর্মের নিচে স্থাপন করা ক্যাবলের মধ্যে ৬৭২ ফুট ক্যাবল গত ২৪ আগস্ট চুরি হয়েছে। পরে গোপনে বিষয়টি অনুসন্ধান করা হয়। এক পর্যায়ে গত শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মমিন মিয়া একটি বস্তায় করে ৩৫ ফুট আরএমএন ওয়াই ক্যাবল নিয়ে যাচ্ছিলেন। সে সময় জিআরপির দু’জন সদস্য বিষয়টি দেখতে পেয়ে বস্তায় কি আছে জিজ্ঞাসা করেন। তিনি সে সময় তার (ক্যাবল) আছে বলে জানালে তারা বস্তাসহ মমিনকে যশোর রেলস্টেশন মাস্টারের কাছে নিয়ে খেলেন। সে সময় চুরি হওয়া ক্যাবল দেখতে পান তারা। পরে চুরির অভিযোগে মমিন মিয়ার বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে যশোর জিআরপিতে সোপর্দ করা হয়।
খুলনা গেজেট/ বি এম শহিদুল