খুলনা সিটি কর্পোরেশনের (২৯, ৩০ ও ৩১ ওয়ার্ড) ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলরের শূণ্য পদে উপনির্বাচন আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী। তিনি জানান, আগামী ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ১৮ জানুয়ারি বাছাই, ২৮ জানুয়ারি প্রত্যাহার, ২৯ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৩ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
উল্লেখ্য, বিদায়ী বছরের ৫ নভেম্বর খুলনা সিটি কর্পোরেশনের ২৯, ৩০ ও ৩১ ওয়ার্ডের সংরক্ষিত আসন ১০ এর কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা (৫৯) মৃত্যু হয়। ওই দিন ভোরে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত লুৎফা খুলনা মহানগর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
খুলনা গেজট/এম এম/এম এইচ বি