কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৮টায় শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্মমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন,কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিশু সদন সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
সকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর দলীয় কার্যালয়ে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমূখ। অপরদিকে, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা সংগঠনের সভাপতি মদন সাহা অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলার হিজলডাঙ্গা গ্রামে অবস্থিত শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪নং বিদ্যানন্দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।
খুলনা গেজেট/ টি আই