কেশবপুরের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহত ব্যাক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নূর ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়াঘোগ এলাকার মৃত রজব আলী মোড়লের ছেলে নূর ইসলামকে জায়গা জমির বিরোধ নিয়ে বিরোধ একই গ্রামের মৃত হাসান আলী মোড়লের ছেলে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে হয়রানি হুমকি ও মারপিট করে আসছে। তারই জের ধরে সোমবার সকালে খলিলুর রহমান নেতৃত্বে বিল্লাল হোসেন,সামরুল, আব্দুর রহমান, শামীমা খাতুন সহ অজ্ঞাত আরও ৪/৫ জনের একদল সন্ত্রাসী লোহার রড, বাঁশের লাঠী, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়েছে নূর ইসলাম এর পরিবারের উপর হামলা চালিয়ে আহত করে। আহতরা হলেন আল-মামুন (১৭), কাহিনূর বেগম (৪২), মোছাঃ কফিরোন নেছা (৭০)।
এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার এস আই লিখন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ এস আই