কেশবপুরে চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক করে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসি। তাদের বিরুদ্ধে এলাকায় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্রান্সফরমার চুরির অভিযোগ রয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) রাতে কেশবপুর পৌরসভার গোলাঘাটা মোড়ে চোর সিন্ডিকেটের একটি দল বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির চেষ্টা করছিল। পথচারীরা তাদের গতিবিধি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়ে কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের খালেক গাজীর পুত্র আল আমিন (২০) ও আক্তারুজ্জামানের পুত্র রনি হোসেন (২১) কে আটক করে গনধোলাই দিয়ে পুলিশ দেয়।
তাদের বিরুদ্ধে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের কম্পিউটার চুরির অভিযোগ রয়েছে। সুজাপুর গ্রামের শংকর দাস জানান চোর সিন্ডিকের সদস্যদের বিরুদ্ধে এলাকার বিভিন্ন মানুষের মোবাইল , কম্পিউটার ও ল্যাপটপ চুরির অভিযোগ রয়েছে।
কেশবপুর থানার সেকেন্ড অফিসার এস আই পিন্টু লাল দাস জানান তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/কেএ