যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নে বিএনপি নেতা আলাউদ্দীন আলা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) নতুন মুলগ্রামে স্থগিত কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গৌতম রায়কে তিনি ২০২ ভোটে পরাজিত করেন।
এর আগে গত ৫ জানুয়ারি দেশে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন কেশবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়। এতে সদর ইউনিয়নের ৯টি কেন্দ্রে গৌতম রায় ৫৪৮ ভোটে এগিয়ে ছিলেন। গোলযোগের কারণে ওই ইউপি’র ২ নম্বর ওয়ার্ডের নতুন মুলগ্রাম কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। আওয়ামী লীগ প্রার্থী গৌতম রায় ৯টি ভোট কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী আলাউদ্দীনের চেয়ে ৪৫৮ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন।
সোমবার এ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার সন্ধ্যায় ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আলা ৬ হাজার ১০২ ভোট পান। গৌতম রায়ের প্রাপ্ত ভোট ৫ হাজার ৯০১। চশমা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ ভোট। আনারস প্রতীকের আয়ুব আলী ও হাতপাখা প্রতীকের আনিসুর রহমান তিনটি করে ভোট পেয়েছেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৫ হাজার ৩৮৭ । স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দীন আলা পেয়েছিলেন ৪ হাজার ৯২৯ ভোট। কেশবপুর সদর ইউনিয়নের স্থগিত ২ নম্বর নতুন মুলগ্রাম ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১১৯ জন।
খুলনা গেজেট/ এস আই