জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না।
মঙ্গলবার (২৭ মে) দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক।
তিনি বলেন, আমরা জানতে চাই দিনাজপুরের কোন উপজেলাটি সবচেয়ে সুবিধাবঞ্চিত। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের নদী সমস্যা, আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা, ভুমি দস্যুতা, বোন দখল, থানার কোন পুলিশ কাজের আগে হাত বাড়িয়ে কিছু চাচ্ছেন কি না?
এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পথ সভায় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক প্রভাষক আব্দুল মান্নান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ড. আতিক মোজাহিদ, দলটির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, আবু সাঈদ লিওন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন প্রমুখ।
খুলনা গেজেট/এমএনএস