খুলনা, বাংলাদেশ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী আজ

অপরাধ ও সহিংসমুক্ত রাজনীতি করতে হবে : সারজিস আালম

গেজেট ডেস্ক

বাংলাদেশে আর কোনো নোংরা রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, রাজনীতিকে সহিংসতা ও অপরাধমুক্ত করতে হবে।

বুধবার (২৮ মে) বিকেল ৫টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি।

এনসিপির লক্ষ্য হলো-এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে থাকবে না কোন হানাহানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা জমি দখলের মতো জঘন্য অপরাধ।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। তাই যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো প্রতীক নয়, জনগণ যেন সৎ ও যোগ্য মানুষকে ভোট দেয়, এটাই আমাদের প্রত্যাশা ।

তিনি আরো বলেন, যে তরুণেরা আন্দোলন করে স্বৈরাচারকে হটাতে পারে, তারা জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। প্রতিহিংসার রাজনীতি আমাদের আদর্শ নয়। যে ব্যক্তি দক্ষ, ত্যাগী, কর্মঠ ও সর্বজনস্বীকৃত, তাকেই জনগণ জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবে এতেই আমাদের সম্মান।

বীরগঞ্জ কলেজ সংলগ্ন গোলাপগঞ্জ মোড়ে চলমান মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে সারজিস আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করি। তরুণ যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে সবার আগে সমাজ থেকে এসব আস্তানা উচ্ছেদ করতে হবে।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ড. আতিক মুজাহিদ, সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, মিথুন আলী, নাছের খান, তানভীর রেজা তন্ময়সহ দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

সভাশেষে নেতারা খানসামা উপজেলার উদ্দেশ্যে জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনার উদ্দেশে রওনা দেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!