লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী উপজেলার সীমান্তে বিএসএফের পুশইন ঠেকিয়েছে বিজিবি ও গ্রামবাসী। বুধবার (২৮ মে) ভোর থেকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোর থেকে লালমনিরহাট সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে সীমান্তে জড়ো করে। পরে বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় তা ব্যর্থ হয়।
এর মধ্যে পাটগ্রাম সীমান্তে জোংড়া ইউনিয়ন ধবলগুড়ি গুড়ালটারী ৮৮০/১২ এস পিলারের পাশ দিয়ে ৫ জন নাগরিককে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এরমধ্যে রয়েছে দুজন ভারতীয় মহিলা ও তিনজন পুরুষ।
এদিকে হাতীবান্ধার গোতামারি ইউনিয়নের পূর্ব আমঝোল সীমান্তে ৯০৭ নং পিলারের কাছে পুশইনের চেষ্টা করে ৬ ভারতীয় নাগরিককে। আদিতমারী উপজেলার দুর্গাপুর সিমান্তে ৯২৪ নাম্বার পিলারের কাছে ১৩ ভারতীয় মুসলিম নাগরিককে বিএসএফ পুশইন চেষ্টা করে।
লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) অধিনায়কল লে. কর্নেল মো. মেহেদী ইমাম (পিএসসি) জানান, দুর্গাপুর সীমান্তে পুশইন করার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় প্রতিহত করা হয়। বর্তমানে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস
খুলনা গেজেট/এমএনএস