শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার রায় আগামী ৯ ফেব্রুয়ারী। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ দিন ধার্য করেন।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারি মো. ছায়েদুল হক শাহিন জানান, ২৫ জানুয়ারী রাষ্ট্রপক্ষ আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্টপক্ষে ছিলেন অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) আদালতে আসামী পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। তাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী। তিনি আরো জানান, চার্জশীটভুক্ত ১০ আসামীর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পালাতক রয়েছে এবং বাকী নয় জনের মধ্যে তিন জন কারাগারে ও ছয় জন জামিনে। এ মামলার আসামীরা হলো রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু, মো. তুহিন গাজী, মো. আজিজুল ইসলাম, মো. মাহফুজ হওলাদার, রাসেল ওরফে পঙ্গু রাসেল, শফিকুল ইসলাম সেন্টু, মো. শাওন শেখ, বাবু শেখ ওরফে ব্লেড বাবু, আব্দুল্লাহ ও মো. সুলতান।
জানা গেছে, নিহত চিত্তরঞ্জন বাইন নগরীর শেরে বাংলা রোডস্থ আমাতলা মোড়ে পরিবারসহ বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি দু’মেয়েকে নিয়ে তার স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে যান। প্রতিদিনের ন্যায় ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০ টায় বাসায় ফিরে আসেন। ঐ রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১ টার মধ্যে যে কোন সময়ে দুর্বৃত্তরা ডাকাতির উদ্যেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। তাকে হত্যা করে নগদ টাকা , স্বর্ণালাংকার সহ দু’লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরের দিন নিহতের ছোট ভাই খুলনা থানায় আসামীদের নাম অজ্ঞাত করে মামলা দায়ের করেন, যার নম্বর ১৩। একই বছরের ১২ অক্টেবার মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এস আই মো. কামাল উদ্দিন উক্ত ১০ আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
খুলনা গেজেট / এআর