খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

করোনায় ফ্রন্ট লাইনার্সদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতি‌বেদক

রোটারী ক্লাব অব সুন্দরবনের পক্ষ থেকে খুলনায় করোনা রোগীদের অক্সিজেন ব্যাংকের মাধ্যমে সেবা ও লাশ দাফন কাফনের সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) দুপুর ১২ টায় খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ প্রাঙ্গণে সাতটি প্রতিষ্ঠানের নিকট স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব সুন্দরবনের প্রেসিডেন্ট শরিফুল আলম মুকুল এর সভাপতিত্বে, ক্লাব সেক্রেটারি কামরুল করিম বাবুর পরিচালনায় প্রকল্পটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প চেয়ারম্যান পিপি মোঃ মফিদুল ইসলাম টুটুল।

অনুষ্ঠান করোনার মহামারিতে আক্রান্ত এবং ইন্তেকালে প্রিয়জন, আপনজন যখন তাদের কাছে পৌঁছাতে ভয় পায় সেই মুহূর্তে তাদের সেবা শুশ্রৃষা এবং দাফন-কাফনের অংশগ্রহণ কারী ইসলামিক ফাউন্ডেশন খুলনা, দক্ষিণ ডুমুরিয়া আলেম ওলামা পরিষদের তাকওয়া, আল করিম অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশন, রায়েরমহল মানব কল্যাণ ফাউন্ডেশন, কোয়ান্টাম খুলনা, আবু তালেব মানবসেবা দাফন কাফন গ্রুপ, রুপসা শ্মশান লাশ সদকার ব্যবস্থাপনা কমিটির হাতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান এবং তাদেরকে সম্মান জানানো হয়।

এছাড়া অনুষ্ঠানে মহান রব্বুল আলামীনের নিকট এই সকল মানবিক মানুষগুলোর সুস্থতা এবং যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ খ ম জাকারিয়া।

এসময় উপস্থিত ছিলেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ খ ম জাকারিয়া, রোটারি লিডার ইঞ্জিনিয়ার মশিউজামান খান, পিপি মোল্লা মারুফ আল রশিদ, অ্যাসিস্ট্যান্ট গভর্নর মোহাম্মদ বেলায়েত হোসেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পিপি মোহাম্মদ নাসির উজ্জামান, প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার আজিজুল হক জোয়ার্দ্দার , আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন স্বপন, আল কারীম এর শেখ মোহাম্মদ নাসির উদ্দিন , রায়েরমহল মানব কল্যাণ ফাউন্ডেশনের মোঃ মারুফ হোসেন, মোঃ আবু তালেব, শ্রী রাম প্রসাদ, খুলনা মডেল মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম , মাওলানা মোহাম্মদ নাঈম হোসেন, হাফেজ মোহাম্মদ শাহেদ প্রমূখ।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!