বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে বেলা ১১টায় পার্টির নেতৃবৃন্দরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে দলীয় কার্যালয়ে পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, আজ বাঙালী জাতির শোকের দিন, এই শোককে শক্তিতে রূপান্তর করে দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বিশ্ব সা¤্রাজ্যবাদ আমেরিকা ও তাদের দোসর বিএনপি-জামাতকে রুখতে হবে। বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৫ পলাতক খুনিকে খুঁজে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্র কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মনির আহমেদ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/কেডি