পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসএসসি ‘৯৯ অল স্কুল খুলনার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ‘৯৯ ব্যাচের শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গের জন্য এক জঁমকালো মিলন মেলায় পরিণত হয়।
শুক্রবার ১৫ জুলাই `বন্ধুত্ব বাঁচুক বন্ধুর হৃদয়ে” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ১৯৯৯ ব্যাচের অল স্কুল খুলনা স্থানীয় জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এই পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
পুনর্মিলনী অনুষ্ঠানে খুলনার বিভিন্ন স্কুল থেকে অংশ নেয় শতাধিক ৯৯ ব্যাচের বন্ধু। বিকাল ৪ টায় এসএসসি ৯৯ ব্যাচ অল স্কুল খুলনার সমন্ময়ক মৌসুমি ফেরদৌস চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই মিলনমেলার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামী ১৮ নভেম্বর অল স্কুল খুলনা ৯৯ এর দ্বিতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করার ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যার পর থেকে গানের মূর্ছনায় মিলনমেলা উৎসবে পরিনত হয়। ঈদ পুনর্মিলনী আয়োজনে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এসএসসি ৯৯ অল স্কুল খুলনার এডমিন প্যানেলের সদস্য বদরুল আলম রয়েল, মেজবা হাওলাদার, শেখ ইমন, পমিন চৌধুরী, শাওন ভুইয়া, শেখ রবিউল ইসলাম রাজিব, শাহাদাত হোসেন, দেবু মন্ডল, শেখ রাসেল, তরিকুল ইসলাম, সবুজ হোসেন, নাজমা আক্তার মিমি, শেখ এনামুল কবির বাপ্পি প্রমুখ।