জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ -হাসনাত ও সারজিস সহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় যাচ্ছেন। তাদের আগমনকে ঘিরে নড়েচড়ে বসেছে সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
দীর্ঘদিনের খানাখন্দে ভরা শহরের খুলনা রোড মোড়, শহীদ আসিফ চত্বর ও নিউমার্কেট এলাকাসহ আশপাশের এলাকায় তড়িঘড়ি করে শুরু হয়েছে সড়ক সংস্কার কার্যক্রম।
এনসিপি’র সাতক্ষীরার আহ্বায়ক কামরুজ্জামান বুলু বলেন, শনিবার কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরায় আসছেন। আগত প্রতিনিধি দলে থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ শতাধিক কেন্দ্রীয় নেতা।
তিনি আরো বলেন, সকাল ৯টায় খুলনা থেকে সড়ক পথে এনসিপি নেতারা সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন। সেখান থেকে সংক্ষিপ্ত পথসভা শেষে খুলনা রোড মোড়ে এসে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত হবে প্রধান পথসভা। এরপর নিউ মার্কেট ও হাটের মোড় হয়ে হবে পদযাত্রা। এ সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা।
এদিকে শুক্রবার (১১ জুলাই) সরেজমিনে দেখা যায়, খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর ও আশপাশে সড়ক সংস্কারের কাজ করছেন সাতক্ষীরা সড়ক ও জনপদ অধিদপ্তরের লোকজন। সড়কে থাকা খানাখন্দ গুলো তারা ভরাটের কাজ করছেন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সাতক্ষীরা-শ্যামনগর সড়ক সংস্কারের দাবি থাকলেও তা কখনোই গুরুত্ব পায়নি। বর্ষায় পানি আর শুকনায় ধুলায় চলাচল ছিল দুর্বিষহ হয়ে উঠেছে । এখন এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফর ঘিরে হঠাৎ করে যেন জেগে উঠেছে সড়ক বিভাগ।
শহরের পলাশপোল এলাকার সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের অবস্থা খারাপ থাকলেও এতদিন কেউ দেখেও দেখেনি, এখন হঠাৎ করে রাস্তা মেরামত করছে। নিচে বেস না করেই শুধুমাত্র ওপর থেকে পিচ ঢালছে, এক মাসও টিকবে না।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এর আগেও কুমিল্লার দেবিদ্বারে নিম্নমানের কাজ দেখে সড়ক নির্মাণ বন্ধ করে দেন। সে অভিজ্ঞতা থেকেই আশঙ্কা করা হচ্ছে, সাতক্ষীরায় এসে ত্রুটিপূর্ণ কাজ দেখলে তিনিসহ অন্যান্য নেতারা অসন্তুষ্ট হতে পারেন, এই ভয়ে হঠাৎ করে জেগে উঠেছে সাতক্ষীরা সড়ক বিভাগ। তড়িঘড়ি করে চলছে সড়ক মেরামতের কাজ।
স্থানীয় এনসিপি নেতারা বলছেন, হাসনাত ভাই সোজা কথা বলেন। নেতারা যদি এসে খারাপ রাস্তা দেখেন, তাহলে সড়ক বিভাগ চাপে পড়বে। তাই তারা এখন মরিয়া হয়ে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আসছেন বলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে, এমনটা ঠিক নয়। টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে পূর্বনির্ধারিত সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। শুক্রবার আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় আমরা কাজ শুরু করেছি। এটি নিয়মিত সংস্কার কার্যক্রমের অংশমাত্র।
খুলনা গেজেট/এএজে