খুলনা, বাংলাদেশ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
জিপিএ-৫ পেল ৩২৪ জন

এইচএসসির পুনমূল্যায়নে ৩২৩২ শিক্ষার্থীর ফল পরিবর্তন

গেজেট ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২২-এর ফলাফলে সন্তুষ্ট না হলে খাতা চ্যালেঞ্জ করে নতুন করে ৩ হাজার ২৩২ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন। ফেল থেকে পাস করেছে ৭৫৭ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) সাধারণ ৯টি বোর্ডসহ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।

খাতা পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ৯১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। ফেল থেকে পাস করেছে ১৪৫ জন। এই বোর্ডের অধীনে খাতা পুনর্নিরীক্ষণের চ্যালেঞ্জ করেছে ৩১ হাজার ৫৭৪ জন।

বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছে ৭৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৯ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। দিনাজপুরে ফেল থেকে পাস করেছে ৬৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছ ২৫ জন। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। এর মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছে ৭ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৪৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে ফেল থেকে পাস করেছে ১৫ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৯৭ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৫৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!