খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ঈদের ৮১টি জামাত কখন-কোথায়

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোরের ৮টি উপজেলা এলাকায় ৮১টি ঈদের জামাতের সময়সূচি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এরমধ্যে যশোরের প্রধান ঈদের জামাত শহরের কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ ও ৯ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, রেলগেটে জেলা মডেল মসজিদে প্রথম জামাত সকাল ৮.১৫ ও দ্বিতীয় জামাত সকাল ৯.১৫ মিনিটে, রেলবাজার জামে মসজিদ ১ম জামাত সকাল ৭ ও দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে, জজকোর্ট জামে মসজিদ ৯টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে ৮টায়, কারবালা জামে মসজিদ ১ম জামাত ৭.১৫ ও দ্বিতীয় জামাত ৯টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদে ৮টায়, পিটিআই জামে মসজিদে সাড়ে ৭টায়, কোতোয়ালি জামে মসজিদে সাড়ে ৭টায়, বায়তুল মামুর জামে মসজিদ, আশ্রম রোডে ১ম জামাত ৮ টায় ও ২য় জামাত ৯ টায়, আল-মসজিদুল আকসা রেল রোডে ৮টায়, বায়তুস সালাম (মাইকপট্টি) জামে মসজিদে সাড়ে ৭টায়, বারান্দিপাড়া ২ নম্বর কলোনি জামে মসজিদে ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সাড়ে ৭টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সাড়ে ৮টায়, সদর হাসপাতাল জামে মসজিদে ৮টায়, দড়াটানা মাদ্রাসা জামে মসজিদে ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সাড়ে ৭টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে ৭টায়, পুলিশ লাইন জামে মসজিদে ১ম জামাত ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে ৮টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহে সাড়ে ৭টায়, মারকাজ মসজিদে ৮টায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে সাড়ে ৮টায়, ছিলুমপুর বাইতুন নুর জামে মসজিদ ও ঈদগাহে ৮টায়, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহে ৮টায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে ৮টায়, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহে সাড়ে ৮টায়, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহে ৮টায়, চুড়ামনকাটি, ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে ৮.১৫ টায়, বিজয়নগর ঈদগাহে সাড়ে ৮টায় ও ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসায় সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে ৭টায়, নুড়ীতলা ঈদগাহে সাড়ে ৮টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে ৮টায় ও কেশবপুর পৌরসভা পুরাতন ঈদগাহে সাড়ে ৮টায় হবে ঈদের জামাত।
চৌগাছা উপজেলা কামিল মাদ্রাসা ঈদগাহে সাড়ে ৮টায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহে ৯টায়, পাতিবিলা ঈদগাহে সাড়ে ৮টায়, হাকিমপুর ঈদগাহে সাড়ে ৮টায়, পাশাপোল ঈদগাহে সাড়ে ৭টায়, সলুয়া বাজার ঈদগাহে সাড়ে ৮টায় ও নারায়ণপুর ঈদগাহে হবে ৯টায়।

ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুল ময়দানে সাড়ে ৭টায়, গোয়ালহাটি বাজার ঈদগাহে ৮টায়, উজ্জলপুর শহীদ মুক্তিযোদ্ধা ঈদগাহে ৯টায়, আটলিয়া ঈদগাহে ৮টায়, কৃষ্ণচন্দ্রপুর ঈদগাহে ৮টায়, ঝিকরগাছা শান্তিনগর ঈদগাহে ৮টায় ও মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদে ৮ টায়।

মণিরামপুর উপজেলার জালঝাড়া মাদ্রাসা ঈদগাহে ৯টায়, মণিরামপুর থানা ঈদগাহে সাড়ে ৮টায়, বাকোশপোল মাদ্রাসা ঈদগাহে ৯টায়, খেদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ৯টায়, নেহালপুর বাজার দীঘিরপাড় ঈদগাহে ৯টায় ও মণিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে সাড়ে ৮টায়।

বাঘারপাড়া উপজেলার সিনিয়র মাদ্রাসা ঈদগাহে ৮টায়, দোহাকুলা বাজার মসজিদ ঈদগাহে সাড়ে ৮টায়, চাড়াভিটা হাইস্কুল মাঠ ঈদগাহে সাড়ে ৮টায়, জামদিয়া হাইস্কুল মাঠ ঈদগাহে সাড়ে ৮টায়, দয়ারামপুর মাদ্রাসা ঈদগাহে সাড়ে ৮টায়, নারিকেলবাড়ীয়া বাজার ঈদগাহে ৮টায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, মির্জাপুর ঈদগাহে সাড়ে ৮টায় ও রায়পুর বাজার ঈদগাহে সাড়ে ৮টায়।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল ঈদগাহে ৭টায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে ৭টায়, পায়রা মাদ্রাসা ঈদগাহে সাড়ে ৭টায়, গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসায় ৮টায়, রাজঘাট হাইস্কুল মাঠে সাড়ে ৭টায় ও পীরবাড়ি ঈদগাহে ৭টায়।

এছাড়া, শার্শা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে ৭.৫০ টায়, নাভারণ কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে ৭টায়, উলাশী কেন্দ্রীয় ঈদগাহে ৮টায় এবং বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ ও বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!