খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮
ক্ষমা না চাইলে শাজাহান খানকে খুলনায় অবঞ্চিত ঘোষণা

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক মন্ত্রি শাজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিসচা’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত দেশে সড়ক নিরাপত্তা আন্দোলনের পথ প্রদর্শক চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক মন্ত্রি পরিবহন শ্রমিকনেতা সংসদ সদস্য শাজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব এর সভাপতিত্বে ও
জেলা নিসচা’র সহ-সাধারন সম্পাদক আফজাল হোসেন রাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা নিসচা’র সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, নিসচা’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা সাধারন সম্পাদক আনোয়ারা পারভীন আক্তার পরী, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো: নাসির উদ্দিন, আগুয়ান-৭১এর খুলনা জেলা সভাপতি আবিদ হাসান শান্ত, এসএমএ রহিম, মো: নাজমুল হোসেন, মো: সোলায়মান হোসেন, শেখ আব্দুল হালিম, মো: রকিবউদ্দিন ফারাজী, শিরিনা পারভীন, মোঃ মাসুদ রানা, খ ম শাহীন, মো: ফিরোজ আলী, মাহমুদা আক্তার লিজা, খালিদ জাহাঙ্গীর চয়ন, সরদার জিয়াদুল ইসলাম, এমডি শাহীন হোসেন, ফারাজী ফাইম হাসান, মোঃ মঈন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, রাজশাহীতে একটি শ্রমিক সমাবেশে সাংসদ শাজাহান খান, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। তার এ ধরনের বক্তব্য শুধু দেশবাসীকে ক্ষুদ্ধকরেনি মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনাকেও অপমান করেছেন। কেন-না প্রধানমন্ত্রি নিসচা চেয়ারম্যানকে সমাজসেবায় অবদান রাখায় একুশে পদকে ভ‚ষিত করেছেন। ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেছেন। ইলিয়াস কাঞ্চন দেশের সড়ক নিরাপত্তায় নিরালসভাবে কাজ করে যাচ্ছেন।

অথচ শাহজাহান খান, সড়ক নিরাপত্তা আইন ২০১৮ পালনে বিভিন্ন ভাবে বাধাগ্রস্থ করছেন। তিনি শ্রমিকদের উস্কানি দিচ্ছেন। ইলিয়াস কাঞ্চনকে দেখে নেওয়ার হুমকি প্রদান করছেন। তার এ জাতীয় কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং অবিলম্বে শাজাহান খানকে ক্ষমা চাওয়ার আহবান জানান। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/  টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!