আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুঃস্বপ্নের মত শুরু হল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের যাত্রা। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশি যুবারা।
রবিবার (১৬ জানুয়ারি) সেন্ট কিটসে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই রান তুলতে হিমশিম খাচ্ছিল টাইগাররা।
পঞ্চম ওভারে দলীয় ৬ রানে ওপেনার মাহফিজুল ইসলামকে হারায় বাংলাদেশ। দলীয় ৩১ রানের মাহফিজুল (৩) ছাড়াও একে একে সাজঘরে ফেরেন আরিফুল ইসলাম (৪), প্রান্তিক নওরোজ নাবিল (০), মোহাম্মদ ফাহিম (১), আশিকুর জামান (৯) ও আইচ মোল্লা (১৩)। প্রথম ৭৬ বলে বাংলাদেশ কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেনি।
বিপর্যয় প্রতিরোধের জন্য কোনো ব্যাটারের প্রচেষ্টাই যথেষ্ট ছিল না। ৫১ রানে ৯ উইকেট হারানোর পর শেষ উইকেট জুটিতে ৪৬ রানের জুটি গড়েন রিপন মণ্ডল ও নাইমুর রহমান।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রিপন ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান। ২৭ বলে ১১ রান করে নাইমুর আউট হয়ে গেলে ৯৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।
ইনিংসের ১৪.৪ ওভার বাকি থাকতে মাঠ ছাড়ার আগে রিপন ৪১ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডের পক্ষে মাত্র ১৬ রানের খরচায় চারটি উইকেট শিকার করেন জশুয়া বয়ডেন। দুটি উইকেট শিকার করেন থমাস অ্যাস্পিনওয়াল।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৯৭/১০ (৩৫.২ ওভার)
রিপন ৩৩*, মেহরব ১৪, আইচ ১৩, নাইমুর ১১
জশুয়া ১৬/৪, থমাস ১৮/২
জয়ের জন্য ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ৯৮ রান।