খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
আলোচনা, দোয়া ও কেক কেটে নব যাত্রার সূচনা

‘আমার দেশ’ স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর কাজ করবে : খুলনার ডিসি

গেজেট ডেস্ক 

সাংবাদিক, সহকর্মী, পেশাজীবী, শুভকাঙ্খী ও সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শুভ কামনায় পথচলার সূচনা হলো দৈনিক আমার দেশ এর। দিনটিকে স্মরণীয় করে রাখতে রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে আয়োজন করা হয় আলোচনা, দোয়া ও কেক কাটার। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীর পথচলার শুভ কামনা করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মিজহাজুল আবেদীন সম্পদ।

দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের সভাপতিত্বে অনূভূতি ব্যক্ত করেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ সভাপতি ও দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো: রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নুর। সার্বিক সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমইউজের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা।

 

উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, এনডিসি মহেশ্বর মন্ডল, মেট্রোপলিট সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, দৈনিক নয়াদিগন্তের ব্যুরো প্রধান মো: এরশাদ আলী, ইসলামিক টিভির প্রতিনিধি কে এম জিয়াউস সাদাত, আমার বাংলা’র ব্যুরো প্রধান ড. ফোরকান আলী প্রিন্স, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, বাংলানিউজের মাহবুবুর রহমান মুন্না, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান বশির হোসেন, আমার দেশ’র কামরুল হোসেন মনি, ঢাকা পোস্টের ব্যুরো প্রধান মোহাম্মদ মিলন, দৈনিক অনির্বানের চিফ ফটো সাংবাদিক আবুল হাসান শেখ, খুলনা গেজেট’র ইমরান হোসেন, তানভীর আহমেদ, নগরের খবর সম্পাদক এডভোকেট মাসুম বিল্লাহ, ছাত্র প্রতিনিধি মিরাজুল ইসলাম ইমন, শাহরিয়ার সাদ, সাইফুল ইসলাম রাজু প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন এমইউজের নির্বাহী সদস্য ও দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নুরুজ্জামান।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর কাজ করবে। সৈয়দ আবদাল আহমেদের লেখা প্রথম দিনের লিড নিউজটি আলোড়ন তুলেছে। সাংবাদিকেরা সচেতন থাকলে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকে। আমার দেশ তার গৌরবমন্ডিত অতীতের মতো আগামী দিনেও পাঠকের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!