সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা ছিল। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
মূলত পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। হজ পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে ৫ জুলাই।
এদিকে আজ থেকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। কিন্তু স্কোয়াডের সবাই এদিন অনুশীলনে আসেননি। তবে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কাজ করতে দেখা গেছে এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলামদের।
এই অনুশীলনে অবশ্য মাহমুদউল্লাহর থাকার কথা ছিল না। কারণ তাকে এই ক্যাম্পে ডাকা হয়নি। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘না (স্কোয়াডে নেই), থাকলে তো দেখতেন।’
খুলনা গেজেট/এনএম