খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলনমেলা

বেনাপোল প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে। আজ বুধবার সকালে এ মেলার আয়োজন করা হয়। বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশের শতশত ভাষাপ্রেমী মানুষ যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দু’দেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ নারায়ণ গোস্বামী। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমএলএ নারায়ণ গোস্বামী।

এছাড়াও ভারতের পক্ষে আরও উপস্থিত ছিলেন গোপাল শেট, বীনা মন্ডল সহসভাপতি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, ইলা বাগচী সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতি, সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, বিশ্বজিত দাস সাবেক সাংসদ, হাবড়া পৌর মেয়র নারায়ন সাহা।

বাংলাদেশের পক্ষে আর যারা শ্রদ্ধা জানান তারা হলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ উব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, চেকপোষ্ট ইমগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমূখ।

এ ছাড়াও শত শত জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!