খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

আজ এইচএসসি পরীক্ষা শুরু, যশোর বোর্ডে শিক্ষার্থী বেড়েছে ১২ হাজার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষা বোর্ডসহ দেশের দেশের আট শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে। এই তিন বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট।

এদিকে চলতি বছর গত বছরের তুলনায় যশোর বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ১২ হাজার ৮৬ জন। এবারের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছেলে ৫৫ হাজার ২১৩ ও মেয়ে ৫৫ হাজার ১৪২ জন। শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শুরু হওয়া পরীক্ষায় ৯৮ হাজার ৭৩৭ জন নিয়মিত, ৯ হাজার ৪ জন এক বিষয়ে অনিয়মিত, ১ হাজার ২৯৭ জন দুই বিষয়ে অনিয়মিত, ১০ হাজার ৩০১ জন অন্যান্য বিষয়ে অনিয়মিত, ১ হাজার ৯৮ জন সব বিষয়ে অনিয়মিত, ১৮৪ জন মান উন্নয়ন ও ৩৫ জন প্রাইভেট পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ২৬৯।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৭৭৮, মানবিক বিভাগ থেকে ৭৭ হাজার ১৮ ও বাণিজ্য বিভাগ থেকে ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা জেলা থেকে ২১ হাজার ৭২, বাগেরহাট থেকে ৭ হাজার ৯২৯, সাতক্ষীরা থেকে ১১ হাজার ৯৩৫, কুষ্টিয়া থেকে ১৩ হাজার ৯০২, চুয়াডাঙ্গা থেকে ৬ হাজার ৭৫২, মেহেরপুর থেকে ৪ হাজার ৩৭, যশোর থেকে ১৮ হাজার ৯১৫, নড়াইল থেকে ৫ হাজার ৬৩, ঝিনাইদহ থেকে ১৪ হাজার ৩৯২ ও মাগুরা থেকে ৬ হাজার ৩৫৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে বলে পরীক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

খুলনা জেলায় এবারের পরীক্ষায় ছেলে ১০ হাজার ৮৮৫ ও মেয়ে ১০ হাজার ১৮৭, বাগেরহাটে ছেলে ৩ হাজার ৫৭০ ও মেয়ে ৪ হাজার ৩৫৯, সাতক্ষীরায় ছেলে ৬ হাজার ৩৩৪ ও মেয়ে ৫ হাজার ৬০১, কুষ্টিয়ায় ছেলে ৬ হাজার ৫০৮ ও মেয়ে ৭ হাজার ৩৯৪, চুয়াডাঙ্গায় ছেলে ৩ হাজার ৩১০ ও মেয়ে ৩ হাজার ৪৪২, মেহেরপুরে ছেলে ১ হাজার ৯৩৯ ও মেয়ে ২ হাজার ৯৮, যশোরে ছেলে ৯ হাজার ৩৮২ ও মেয়ে ৯ হাজার ৫৩৩, নড়াইলে ছেলে ২ হাজার ৪৬৮ ও মেয়ে ২ হাজার ৫৯৫, ঝিনাইদহে ছেলে ৭ হাজার ৬৯৭ ও মেয়ে ৬ হাজার ৬৯৫ এবং মাগুরায় ছেলে ৩ হাজার ১২০ ও ৩ হাজার ২৩৮ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। যশোর বোর্ডের অধিনে দশটি জেলার ৫৭৫টি কলেজে এসব পরীক্ষার্থী ২২৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমেদ বলেন, ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত খাতাসহ সমস্ত মালামাল ইতিমধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। তিনি বলেন, করোনার পর এবারই প্রথম সব বিষয়ে তিন ঘণ্টার পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

চলতি বছরের এ পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে প্রায় দেড়মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!