খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ পবিত্র আশুরা
  ভানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
  গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টু সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টুর সদস্য পদ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমিতির শৃঙ্খলা বিরোধী আইন পেশার অসদাচারণ ও মর্যাদা হানিকর কাজ করায় সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, সমিতির সদস্য জিএম মিজানুর রহমান দেওয়ানি ৫৪৯/২২ মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন। ২৩ জানুয়ারি শওকত আলী পিন্টু সমিতি অথবা বাদীর নিয়োজিত আইনজীবীর অনুমতি ছাড়াই আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেন। এ ঘটনায় জিএম মিজানুর রহমান সমিতিতে একটি অভিযোগ করেন। একই সাথে তার বাড়িতে যেয়ে হুমকি দেয়ায় থানায় সাধারণ ডায়েরিও করেন জিএম মিজানুর রহমান।

৭ ফেব্রুয়ারি সমিতির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শওকত আলী পিন্টুকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। ১৯ ফেব্রুয়ারি সমিতির নির্বাহী কমিটির সভায় নোটিশের জবারের উপর আলোচনা শেষে সদস্য শওকত আলী পিন্টুকে ৭ দিনের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে সাময়িক বরখাস্ত নোটিশ প্রাপ্তির পর থেকে ৭ দিন পর্যন্ত আদালতে আইনজীবী হিসেবে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকে বলা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!