খুলনার ডুমুরিয়ার আঠারমাইলের বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলালের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৫টি অভিভাবক সদস্যের জন্যে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন, অনিল কুমার, চিত্ত গোলদার, মোশাররফ হোসেন, মোঃ ফিরোজ দফাদার, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মশিয়ার রহমান, মোঃ রফিকুল ইসলাম ও শাহীনুর রহমান। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদের প্রার্থী হলেন, মর্জিনা বেগম ও হালিমা বেগম। নির্বাচনে ৩২৩জন ভোটারের মধ্যে ২৯৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোশাররফ হোসেন, মোঃ ফিরোজ দফাদার, চিত্ত গোলদার এবং মোঃ মাজেদুল ইসলাম অভিভাবক সদস্য এবং হালিমা বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। তাকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাত আলী মোড়ল।