ডুমুরিয়া উপজেলার আঁঠারমাইলের মাগুরাঘোনায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ডুমুরিয়া উপজেলার ঘোষড়া গ্রামের মৃত মোবারেক সরদারের পুত্র মফিদুল সরদার জানায়, ঘোষড়া গ্রামের মৃত আব্দুল হাকিম মোড়লের স্ত্রী সায়মা বেগমের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। যার মামলা আদালতে চলমান রয়েছে। এরই জের ধরে গত শুক্রবার তাকে আঁঠারমাইল বাজারে পেয়ে সায়মা বেগমের ভাইপো ও আবুল হোসেন সরদারের ছেলে আসাদুল সরদার সহ ৩/৪ তার উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম করে।
এতেও তারা ক্ষান্ত না হয়ে শনিবার সকালে তার ছেলে আসিফ সরদার (১৭) বাড়ি থেকে গরু নিয়ে বাইরে এলে আবারও আসাদুল সরদারের নেতৃত্বে তার ভাই আলতাফ হোসেন সরদার, কাঞ্চনপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের পুত্র আব্দুল খালেক সরদার ও হাফিজুর রহমান সরদার, মৃত ইসহাক আলী মোড়লের পুত্র শরিফ মোড়ল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গায়ের জোরে তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় আসাদুল সরদার আসিফের মাথায় দা দিয়ে কোপ দিলে প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার ভাই রবিউল সরদার আসিফকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আসিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে আসিফ চিকিৎসাধীন আছে। এব্যাপারে আসাদুল সরদার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এসএম হাবিবুল্লাহ বলেন, মারামারির ঘটনা আমরা শুনেছি। এখনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ এস আই