খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করতে পারে। বসবাস করতে পারে শান্তিতে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে নজির সৃষ্টি করেছে।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি সার্বজনীন পূজা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ ্স্থানীয় দলীয় নেতা-কর্মীবৃন্দ।