খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

অভয়নগরে ষ্টেশন বাজারের সড়কটি যেন মরণফাঁদ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

অভয়নগর প্রতিনিধি

শিল্প-বাণিজ্য ও বন্দর নগরী যশোরের অভয়নগরে নওয়াপাড়া ষ্টেশন বাজারের বাইপাস সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মালামাল বোঝাই ট্রাক বড় বড় গর্তের মধ্যে পড়ে যেন আর উঠতেই চায়না। দীর্ঘ সময় চেষ্টা করে কিছু কিছু ট্রাক ওই গর্ত থেকে উঠতে পারলেও অধিকাংশ মাল বোঝাই ট্রাক গর্ত থেকে উঠতে গিয়ে এক্সেল ভেঙ্গে পড়ে থাকতে দেখা যায়। আবার কখনও কখনও লোড গাড়ির মালামালা পড়ে গিয়ে ঘটে আরেক বিপত্তি। এনিয়ে দুপাশের ব্যবসায়ীরা আছেন চরম বিপাকে।

জানা যায়, যশোর-খুলনা মহাসড়কের ষ্টেশন বাজারস্থ শেখ ব্রাদার্স ও গোল্ডেন এন্টারপ্রাইজের মাঝখান দিয়ে ভৈরব নদীমুখে বয়ে গেছে ছোট্ট একটি সড়ক। যে সড়কটি দীর্ঘদিন পড়ে আছে অযন্ত আর অবহেলায়। চলতি বৃষ্টির মওসুমে সড়কের বড় বড় গর্তে হাটু জমে আছে। বিশেষ করে আফিল ট্রেডার্সের সামনে সবচেয়ে বড় গর্তটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবে রেল কোম্পানী ও নওয়াপাড়া পৌরসভার রশি টানা টানিতে এই সড়কটির এমন দুরগতি বলে জানাগেছে। কেউ সংস্কার কিংবা সড়কটি নির্মাণে এগিয়ে আসছেনা। এনিয়ে চরম বিপাকে পড়েছে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী ট্রাকগুলি ও দুপাশের ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভৈরব নদী তীরে রয়েছে বেশ কয়েকটি ঘাট ও গোডাউন। তার উল্লেখ্য যোগ্য রয়েছে মাস্টার কর্পোরেশনের ঘাট, দি গোল্ডেন ও গোল্ডেন এন্টারপ্রাইজের ঘাটসহ বেশ কয়েকটি ঘাট। এছাড়াও এই সড়কের শেষ মাথায় রয়েছে এলজিইডি’র বড় গোডাউন। যা ব্যক্তি মালিকানায় ভাড়া দেয়া হয়েছে। প্রতিদিন এসব ঘাট থেকে সার, সিমেন্ট, কয়লা, গম, ভুট্টাসহ নানা প্রকার মালামাল লোড নিয়ে নানা গন্তব্যে ছুটে চলে। কিন্তু লোড গাড়ীগুলি এই সড়ক দিয়ে চলাচলের একেবারেই অনুযোগী হয়ে উঠেছে। অথচ এটা দীর্ঘদিনেও সংস্কার কিংবা নির্মাণ করা হয়নি। তাছাড়াও ওই সড়কের পাশেই উপজেলা কৃষি অফিসের নতুন ৪তলা বিশিষ্ট নান্দনিক ভবন তৈরী করা হচ্ছে। অথচ তাদেরও কোন মাথা ব্যাথা নেই।

এব্যাপারে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত জানান, নওয়াপাড়া পৌরসভার পরিত্যাক্ত ভবনের পাশ দিয়ে যে রাস্তাটি ভৈরব নদীর দিকে গিয়েছে। ওই সড়কটি পৌরসভার না হওয়ায় দীর্ঘদিন এভাবে পড়ে রয়েছে। ওই সড়কটি রেল কোম্পানির হওয়ার কারণে আমরা নির্মাণ করতে পারিনি। হাল ম্যাপে সড়কটি নওয়াপাড়া পৌরসভার পরিত্যাক্ত ভবনের সাথে একই ছকের মধ্যে রয়েছে জানালে তিনি বলেন, পৌরসভার পরিত্যাক্ত ভবনটি অতিদ্রুত ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করা হবে। নতুন ভবন নির্মাণ করার সময় ওই সড়কটি একই সাথে উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, নওয়াপাড়া বাজারের যতগুলি ভৈরব নদী মুখী সড়ক রয়েছে তার সবগুলিই আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র এই সড়কটি অবহেলায় পড়ে রয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!