অভয়নগরে ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসের শুরুতে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর থানা পুলিশ, নওয়াপাড়া প্রেসক্লাব, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলী আহম্মেদ খান, যুগ্ম আহবায়ক অধির কুমার পাঁড়ে, নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারী কশিনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান, ওসি তদন্ত মিলন কুমার মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক অর্জুন সেন, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ নেতা পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল, পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজি, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত প্রমুখ।
খুলনা গেজেট/কেএম