যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার রাজঘাট কার্পেটিং বাজার নামক স্থানে নিজ ঘরে বোমা বানাতে গিয়ে শপ্পা মোল্যা (৩৬) নামের এক যুবক ক্ষত-বিক্ষত হয়েছে। তার একটি হাতের তিনটি আঙ্গুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও ক্ষত-বিক্ষত হয়েছে চোখ, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশ। সেই সাথে দুই পা মারাত্মক জখম হয়েছে। বোমাটি তৈরিকালে তার হাতেই বিষ্ফোরিত হয়েছে বলে পুলিশের ধারণা।
এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে বিকট শব্দে বোমা বিস্ফোরণে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় বোমা বিস্ফোরণের ফলে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। সোমবার গভীর রাতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
থানা পুলিশ জানায়, শপ্পা মোল্যা নিজ ঘরের দরজা লাগিয়ে ভিতরে বোমা তৈরি করছিলো। আহত শপ্পা মোল্যা রাজঘাট এলাকার ইব্রাহিম মোল্যার ছেলে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ৫ টি ধারালো রামদা উদ্ধার করেছে।
তার নামে থানায় ইতিপূর্বে সন্ত্রাসীমূলক কর্মকান্ডের মামলা রয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, শপ্পা একজন বোমা তৈরির কারিগর। সে নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। পরে গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া জাহান বলেন, বোমার আঘাতে তার চোখ-মুখমন্ডলসহ শরীরের সামনের পুরো অংশ মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত হয়েছে। চোখের ভিতর বোমার আঘাত লেগেছে বলেও প্রাথমিকভাবে মনে হয়েছে। তাছাড়া তার শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশংকা রয়েছে। ভিকটিমের অবস্থা গুরুত্বর। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়টি অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, মামলটি প্রক্রিয়াধীন রয়েছে। আহত শপ্পা মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামীম হাসান বলেন, নিজ ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। এবং ওই ঘরের চৌকির নিচ থেকে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
খুলনা গেজেট/এনএম