খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কোন অনুপ্রবেশকারী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজের আওয়ামী লীগে স্থান হবে না। যারা এসব সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনে সোপর্দ করে আগামী প্রজন্মকে একটি বিশুদ্ধ সমাজ উপহার দিতে হবে।
তিনি বলেন, অবহেলা নয়; ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ওই সকল নেতাকর্মীদের ত্যাগের কারনেই আজ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। তৃণমূলের নেতাকর্মীদের শক্তিতেই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র হত্যাকারীদের বিচার করতে সক্ষম হয়েছেন। আগামীতে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাড় করাবেন, ইনশাল্লাহ।
কেসিসি মেয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ‘৭১ এর পরাজিত শত্রু আর ৭৫‘ এর খুনীরা এক হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে। সেজন্যে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা জাতিকে উপহার দিতে হবে।
সোমবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে খালিশপুরে সরকারি হাজী মোহাম্মদ মহাসিন কলেজে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, একেএম শাহজাহান কচিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময়ে ৩০৫ জন সদস্যকে সদস্য টিকিট প্রদান করা হয়।
খুলনা গেজেট / এআর