যশোরে চাকুসহ ছয় অপহরণকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ বলেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে আটককৃতরা পরিচিত ও অপরিচিত কিশোরদের অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম ভাগ হয়ে শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে। এ অভিযানে আটক হয় ওই ছয়জন।
আটককৃতরা হলেন, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত সুরুজের ছেলে রাব্বি, শেখহাটি কালীতলার আব্দুল কাদেরেরে ছেলে রায়হান ওরফে জাহিদুল, একই এলাকার মৃত বাবুর ছেলে অপূর্ব হাসান, সাতমাইল দোহারপাড়া গ্রামের মৃত বাবুলের ছেলে শাকিল হোসেন, ঘোপ জেলরোড বেলতলার রাজু আহম্মেদের ছেলে দ্বীপ আহম্মেদ ওরফে আরাফাত ও ঝুমঝুমপুর ময়লা খানার আইয়ুবের ছেলে তৌহিদ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৫টি ছুরি উদ্ধার করে। এছাড়া অপহৃত দুই যুবক বোরহান ও নাজমুলকে তাদের আস্তানা থেকে উদ্ধার ও মুক্তিপণ আদায়ের ৮৪০ টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, আসামিরা যশোর শহরে নানা অপরাধের সাথে জড়িত। তাদের মধ্যে রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও দ্রুত বিচার আইনের তিনটি মামলা রয়েছে। আরাফাতের বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও চাঁদাবাজির অভিযোগে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড